বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রচারণা অফিস উদ্বোধন।

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ / ৪৮ বার
আপডেট টাইমঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

 

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার সালথা বাজার সংলগ্ন বাইপাস সড়কে রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইশারত হোসেনের সভাপতিত্বে আজ সোমবার বিকেল পাঁচটায আওয়ামী লীগের প্রচারণা অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী মেম্বার ও কবির খান মেম্বার, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফন রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে এবং পুনরায় আওয়ামীলীগ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করতে নেতাকর্মীদের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *