সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
মথুরাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ই অক্টোবর ২০২৩ইং (বুধবার) রাতে উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মোহাম্মদ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমীন মিন্টু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে বেনজির নাহিদ মল্লিক (জাকু) কে আহ্বায়ক এবং ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন রানা, ২ নং যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল আলম, ৩ নং যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, ৪ নং যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল মাহমুদ, ৫ নং যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন এবং রাসেল আহমেদ কে ১ নং সদস্য হিসেবে মোট ৭ জনের নাম ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই কমিটিকে ঘিরে নেতা কর্মীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন বার্তা প্রেরণ সহ নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।