সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এরই মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীগণ। ১৬ ই অক্টোবর (সোমবার) বিকেলে ধুনট উপজেলার পাঁচথুপি বাজার এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া-৫ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান।
এ সময় তিনি শেখ হাসিনা সরকারের নানামুখী উন্নয়ন চিত্রের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেন। এমপি হাবিব বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ধুনট উপজেলায় ৪৫০ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পূর্ণ করেছেন।
যার মধ্যে ধুনট উপজেলা মডেল মসজিদ, ছোট বড় ৭০টির অধিক ব্রিজ কালভার্ট, ৭০০ কিলোমিটারের অধিক রাস্তা পাকাকরন, শতাধিক স্কুল কলেজ আধুনিকীকরণ, ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান উল্লেখযোগ্য। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
এ সময় ধুনট উপজেলা আওয়ামীলীগ, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।