রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
ঈশ্বরদীতে প্রিমিয়াম ও বসুন্ধরা সিমেন্টের খুচরা বিক্রেতাদের নিয়ে বাজারো উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা ও পুরস্কার বিতরণী হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরদী শহরের লোকোসেড রোডের একটি রেস্তোরাঁয় আজিজ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে জাকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত এই মত বিনিময় সবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না।আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকার আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রিমিয়ার সিমেন্টের জোনাল ম্যানেজার মাসুম রব্বানী,এরিয়া ম্যানেজার সাহাবুল ইসলাম,বসুন্ধরা সিমেন্টের মামুন হোসেন, মার্কেটিং অফিসার রাকিবুল ইসলাম, রেলওয়ে পাকশী বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা আলম হোসেন, রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম,ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাক্তার মাসুম হাসান উপস্থিত ছিলেন। মত বিনিময় শেষে খুচরা বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।