শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতরশি গ্রামের জাহাংগীর মাতুব্বরের বাড়ির সামনে থেকে গত শনিবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে চোরাই গরু ও গরু পরিবহনে ব্যাবহৃত পিক আপ সহ ( ঢাকা মেট্রো -ন-১৯-১৬৬৯
পিতা ও পুত্রকে আটক করে। পিতা জাহাংগীর মাতুব্ববর(৪৫)
ও পুত্র মামুন মাতুব্বর(২২)। পিতা পুত্র উভয়ের গ্রাম সাত রশি বলে জানা গেছে।
পরবর্তিতে ভাংগা থানার অভিযোগের সুত্র ধরে সদরপুর থানা পুলিশ ভাংগা থানার ওসি জিয়ারুল ইসলামের নিকট চোর সহ চোরাই কৃত গরু দুটি গরুর মালিকের উপস্থিতিতে হস্তান্তর করেন।
ঘটনার বিবরনে জানা যায়, গত ২২ ভাংগা থানাধীন তুজার পুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের সম্রাট মাতুব্বর পিতা- শাহজাহান মাতুব্বরের পালিত দুইটি দেশীয় ষাড় গরু নিজ বাড়ি থেকে চুরি হয়। চুরির একদিন পরে ভাংগা থানায় অজ্ঞাত নামা আসামী করে অভিযোগ দায়ের করেন।