সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
মননশীল পছন্দ করা: ট্রেড ডাউন করা মানুষকে আর্থিক সাক্ষর হতে সাহায্য করে কোয়ালিটি আইটি ক্রিয়েশন আসছে ডিজাইনের নেতৃত্ব দিতে ঈদের দিন ঘনিয়ে আসায় মার্কেটে বেড়েছে ক্রেতার ভিড় কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং খুলনা আর্ট একাডেমির ২জন শিশু শিল্পী বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম দিনে ছবি একে (বিপিএমপিএ) থেকে পুরস্কৃত হয়েছেন। ঈশ্বরদীতে নূর আহমেদ স্বপন ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উপলক্ষে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের প্রস্তুতিমূলক ক্লাস গুনীজনরা পরিদর্শন করেন। ফুলপুরে বঙ্গবন্ধুর ১০৪. তম জন্মবার্ষিক পালিত।  ঈশ্বরদীতে প্রিমিয়ার ও বসুন্ধরা সিমেন্টের খুচরা বিক্রেতাদের নিয়ে বাজার উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

প্রায় ৮ লাখ ডোজ টিকা এল জাপান থেকে

স্টাফ রিপোর্টারঃ / ৯০ বার
আপডেট টাইমঃ সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ কোভিড টিকা দেশে এসেছে।
শনিবার বেলা সোয়া তিনটায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জসিম উদ্দিন খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকা আসার পর তা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
“আমাদের কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেছেন। এসব টিকা ইপিআইয়ের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে।”
এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ২৬ লাখ ২৪ হাজার ৩০০ ডোজ টিকা এসেছে।
গত ২৫ জানুয়ারি প্রথম চালানে সরকারের কেনা টিকার ৫০ লাখ ডোজ আসে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা এই টিকার দ্বিতীয় চালানে ২৩ ফেব্রুয়ারি টিকা আসে ২০ লাখ ডোজ। আর ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে।
আর কোভ্যাক্স সহায়তায় ২৪ জুলাই জাপান ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ এবং ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে দেশে। ৬ অগাস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা এসেছে।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল।
সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর চালান আসেনি। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ।
এর মধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে সরকার। কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্নার কোভিড টিকাও এসেছে দেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *