সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্যে “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে আজ ০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ আয়োজনে প্রাকৃতিক ও পরিবেশ সংরক্ষণ উপ কমিটির সভাপতি অধ্যাপক মৃন্ময়ী বিশ্বাস এর সভাপতিত্বে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগের সভাপতি মাসতুরা মোশাররফ ঐশিকা, সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীম সহ ছাত্র-ছাত্রী বৃন্দ ।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। প্লাস্টিক বর্জ্য কিভাবে পরিবেশের ক্ষতি সাধন করে ও এই ক্ষতি থেকে বাঁচতে আমরা কীভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি বিকল্প জিনিস ব্যাবহার করতে পারি সেদিকে আলোকপাত করেন। বক্তারা পরিবেশের বিপর্যয় রোধ করতে নবায়ন যোগ্য জ্বালানির ব্যাবহার সহ কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ গ্রহণ করতে ও বেশি বেশি বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন।