রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে শিশুদের মধ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ৯ টায় ফরিদপুর সদর হাসপাতালে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান। এ ব্যাপারে তিনি জানান সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী বাচ্চাদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় প্রায় ২ লক্ষাধিক শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রাজ্জাক, আর এম ও গণেশ কুমার আগারওয়ালা, মেডিকেল অফিসার আল আমিন, নার্সিং সুপারভাইজার ববিতা ঘোষ, সিনিয়র স্টাফ নার্স সাজ্জাত বেগম, আমিনা আক্তার প্রমূখ।