রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটা প্রতিষ্ঠানকে ‌ ৪০০০ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ / ৮৭ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

 

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে দুইটা প্রতিষ্ঠানকে ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করা ‌ এবং নকল পণ্য বিক্রয়ের অভিযোগে তাদেরকে উক্ত জরিমানা করা হয়। ফরিদপুর জেলায় সর্বস্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত আজ সোমবারের বাজার তদরকির অংশ হিসেবে ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর নির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ এর পরামর্শক্রমে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে ফরিদপুর শহর পার্শ্ববর্তী টেপাখোলা বাজার ও
টেপা খোলা লেকপার বাজার এলাকায় এ বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এই কার্যক্রমের আওতায় দুইটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করা এবং নকল পণ্য বিক্রয় করার অপরাধে সংশ্লিষ্ট আইন মোতাবেক দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান।
একই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারিতি দায়িত্ত্ব পালন করেন জেলা পুলিশ প্রশাসনের একটি টিম।
জন স্বার্থে অভিযানিক এই বাজার তদারকি কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *