সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
মোঃ- শাহীন মিয়া,
তাড়াশ,সিরাজগঞ্জ রিপোর্টারঃ
তাড়াশ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা ‘র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ” দোবিলা অটি’স্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী” বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ।
বুধবার (২০সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা এর কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন , মোঃ নাসির উদ্দিন -প্রধান শিক্ষক দোবিলা অটি’স্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। মোঃ শাহিন আলম -সহকারী শিক্ষক দোবিলা অটি’স্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, মোঃ মোবারক হোসেন- সহকারী শিক্ষক দোবিলা অটি’স্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, মোঃ রাকিব হাসান -সহকারী শিক্ষক দোবিলা অর্টিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, মোঃ রাকিবুল হুসাইন – সরকারি শিক্ষক দোবিলা অটি’স্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়,মোছাঃ জুঁই খাতুন-সহকারী শিক্ষিকা দোবিলা অটি’স্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, মোঃ আজিজুল ইসলাম -অফিস সহকারি দোবিলা অটি’স্টিক প্রতিবন্ধী বিদ্যালয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা বলেন, অর্টিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ‘রা সমাজের অবহেলিত তাদের কে “বিদ্যা” দান করে তাদের পাশে আছেন এই জন্য তাড়াশ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।