শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়া জেলার দক্ষিন ধুনটের মথুরাপুর বাজারে পূর্ব পাশ্ববর্তী মুলতানি পারভীন শাহাজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় হতে ক্ষাণিক দূরেই বেশ কিছু দিন ধরে ব্রিজ ভেঙ্গে মৃত্যু কুপের মতো এ যেন দেখার কেউ নেই।
মথুরাপুর বাজারে হতে খাটিয়ামারী বাজারে রাস্তা যাকে নামাজ খানা নামে পরিচিত ব্রিজের মধ্যে পাটাতন ঢালাই বেশ কিছু দিন ধরে ভেঙ্গে আছে বাস,ট্রাক সহ কোন বড় গাড়ি এমন কি জরুরি সেবা প্রদানকারী এম্বুলেন্স পারাপার হতে পারছেনা শুধু অটোরিক্সা ও ভ্যান চলাচল করছে যা রিক্সা ভান চলাচলের সময় পথিক হেটে পারাপার হতে পারছেনা। ঐতিহাসিক বাজার স্কুল মাদ্রাসা ও জিএমসি ডিগ্রি কলেজে পূর্ব দিক থেকে যাওয়ার একমাত্র রাস্তা এমন অবস্থা তবু স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরে চোখে পরছে না। এমন গুরুত্বপূর্ণ একটা চলাচলের রাস্তা দ্রুত মেরামতের ব্যাবস্থার জন্য স্থানীয় জন প্রতিনিধি ও ধুনট উপজেলা সেতু কালভার্ট মেরামত প্রতিনিধিদের সুদৃষ্টিকামনা করছি।