শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

কালিয়াকৈরের যুবকের তৈরি করা অ্যাপসে অনলাইন সেবা মিলছে

স্টাফ রিপোর্টারঃ / ৮০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

মোঃ সাঈম সারোয়ার তৈরী করলেন “কালিয়াকৈর অনলাইন সেবা” নামে একটি অ্যাপস। অ্যাপটিতে মিলবে জরুরি সকল তথ্য এবং সেবা। হাতের মুঠোয় কালিয়াকৈর উপজেলার সকল সরকারি-বেসরকারি সেবা দিতে কালিয়াকৈর অনলাইন সেবা মোবাইল অ্যাপটি তৈরি করেছেন। মোঃ সাঈম সারোয়ার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামের মোঃ আক্তার হোসেন এর ছেলে এবং আবুল বাশার কৃষি কলেজ থেকে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পড়াশোনা করছেন এর পাশাপাশি এস এ ক্রিয়েটিভ মিডিয়া নামে একটি অনলাইন এজেন্সি পরিচালনা করছেন। অ্যাপটির নির্মাতা মোঃ সাঈম সারোয়ার বলেন, অ্যাপটিতে এখন প্রায় ১৮ টি ক্যাটেগরিতে কালিয়াকৈর উপজেলার সকল অনলাইন সেবা সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এ নিয়ে কাজ করছেন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার নির্মাতা এ যুবক। তার কালিয়াকৈর অনলাইন সেবা অ্যাপে মিলবে উপজেলার সকল জরুরি সেবা। অ্যাপটির মোঃ সাঈম সারোয়ার আরো জানিয়েছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে কালিয়াকৈর তথ্য-সমৃদ্ধ এলাকা হিসেবে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ চাইলেই তাৎক্ষণিক জরুরি অনলাইন সেবা নিতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অথবা ক্লিক করতে পারেন https://play.google.com/store/apps/details?id=com.kaliakair.app অনলাইনে যে সকল সেবা পাবেন খবর, কালিয়াকৈরের সকল প্রেসক্লাব এর সাংবাদিকগণের তালিকা ও মোবাইল নাম্বার, সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডাঃ এর তালিকা ও মোবাইল নাম্বার, ব্লাড ডোনার, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিমান টিকিট, বাস টিকিট, রেল সেবা, হেল্প লাইন, থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ, ই-সেবা, দর্শনীয় স্থান, উপজেলার তথ্য, পৌরসভার তথ্য, ইউনিয়ন পরিষদ, স্কুলের তালিকা ইত্যাদি নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। কেনাকাটা, বোর্ড এর রেজাল্ট বের করা জন্মনিবন্ধনের জন্য আবেদন, জন্মনিবন্ধন ভুল সংশোধন, নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন, পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত সেবা একটি অ্যাপে। প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *