সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
মননশীল পছন্দ করা: ট্রেড ডাউন করা মানুষকে আর্থিক সাক্ষর হতে সাহায্য করে কোয়ালিটি আইটি ক্রিয়েশন আসছে ডিজাইনের নেতৃত্ব দিতে ঈদের দিন ঘনিয়ে আসায় মার্কেটে বেড়েছে ক্রেতার ভিড় কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং খুলনা আর্ট একাডেমির ২জন শিশু শিল্পী বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম দিনে ছবি একে (বিপিএমপিএ) থেকে পুরস্কৃত হয়েছেন। ঈশ্বরদীতে নূর আহমেদ স্বপন ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উপলক্ষে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের প্রস্তুতিমূলক ক্লাস গুনীজনরা পরিদর্শন করেন। ফুলপুরে বঙ্গবন্ধুর ১০৪. তম জন্মবার্ষিক পালিত।  ঈশ্বরদীতে প্রিমিয়ার ও বসুন্ধরা সিমেন্টের খুচরা বিক্রেতাদের নিয়ে বাজার উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

নীলফামারীতে অর্থাভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ, সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টারঃ / ২৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

নাজমুল হুদা,

নিলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে অর্থাভাবে তিন বছর ধরে বন্ধ হয়ে আছে মসজিদের নির্মাণ কাজ তাই আর্থিকভাবে সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটি সহ মুসল্লীবৃন্দ। সরে জমিনে গিয়ে দেখা যায়, নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাজার মৌজা শাপলা পাড়ায় অবস্থিত বাইতুল ফালাহ জামে মসজিদটি ২০১৯ সালে টিনের চালার ঘর তৈরি করে প্রতিষ্ঠিত হয়। পরে ২০২০ সালে চালা উড়ে গেলে নষ্ট হয় মসজিদের অবকাঠামো। টিনের চালা ঠিক করার পর আর যেন ঝড় বাতাসে মসজিদ ঘর উড়ে না যায় সে জন্য মসজিদ কমিটি ও জামাত বাসি সিদ্ধান্ত নেয় ৩য় তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করার। সে অনুযায়ী ২০২০ সালেই তিন তলা বিশিষ্ট মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিভিন্ন জায়গা থেকে দান আর্থিক সাহায্য সহযোগিতায় ১ম তলার পিলার নির্মিত হয়েছে। এমতাবস্থায় থমকে গেছে মসজিদের নির্মাণ কাজ। কেন এই থমকে যাওয়া ? প্রশ্ন করলে মসজিদের কমিটিবৃন্দ ও মুসল্লীরা বলেন এটা খুবই গরীব এলাকা। এখানকার জামাতে প্রায় সব মানুষ খেঁটে খাওয়া দিনমজুর। কেউ কেউ কাজের সন্ধানে ঢাকায় যায়। এখানে আগে মসজিদও ছিল না আমরা দূরের ওই মসজিদে নামাজ আদায় করতাম। আব্দুল গফ্ফার নামে এক আল্লাহর বান্দা এখানে মসজিদ ঘর নির্মাণের জন্য ১০ শতক জমি দান করেন। এরপর মসজিদ ঘর তৈরি করে নামাজ আদায় শুরু করি আমরা। মাঝে মধ্যে ইমামের বেতনেই দিতে পারি না। এমন পরিস্থিতিতে প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. বজলার রহমান সহ মুসল্লীবৃন্দ। বর্তমানে মসজিদটিতে নামাজ আদায় করতে আসা মুসল্লীরা নানা রকম কষ্ট ত্যাগ করে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে। নির্মাণ কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, ওযু ও প্রশাবখানাসহ মসজিদের মূল ভবনের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করতে প্রয়োজন বিরাট অংকের আর্থিক সহায়তা। মুসল্লিদের প্রত্যাশা- আর্থিক সহায়তার হাত প্রসারিত করবেন নীলফামারী সহ আশপাশ অঞ্চলের ধনী, বৃত্তবান ও প্রবাসীরা।

সহযোগিতা পাঠানোর ঠিকানা-
বাইতুল ফালাহ জামে মসজিদ
শাপলাপাড়া, বাজার মৌজা, নীলফামারী সদর।
প্রয়োজনে মোবাইলঃ ০১৭২৯৯৮৮৮১৮ সভাপতি, ০১৭৫৫২৮৪১১৯ কেশিয়ার।

নাজমুল হুদা
নীলফামারী স্টাফ রিপোর্টার
মোবাঃ ০১৭৩৭২৪২৫৫৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *