সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

শিরোনামঃ
মননশীল পছন্দ করা: ট্রেড ডাউন করা মানুষকে আর্থিক সাক্ষর হতে সাহায্য করে কোয়ালিটি আইটি ক্রিয়েশন আসছে ডিজাইনের নেতৃত্ব দিতে ঈদের দিন ঘনিয়ে আসায় মার্কেটে বেড়েছে ক্রেতার ভিড় কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং খুলনা আর্ট একাডেমির ২জন শিশু শিল্পী বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম দিনে ছবি একে (বিপিএমপিএ) থেকে পুরস্কৃত হয়েছেন। ঈশ্বরদীতে নূর আহমেদ স্বপন ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উপলক্ষে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের প্রস্তুতিমূলক ক্লাস গুনীজনরা পরিদর্শন করেন। ফুলপুরে বঙ্গবন্ধুর ১০৪. তম জন্মবার্ষিক পালিত।  ঈশ্বরদীতে প্রিমিয়ার ও বসুন্ধরা সিমেন্টের খুচরা বিক্রেতাদের নিয়ে বাজার উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন কামরুন্নেছা আশরাফ দীনা

শামীম তালুকদার, নেত্রকোণাঃ / ২২ বার
আপডেট টাইমঃ সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

 

শামীম তালুকদার, নেত্রকোণাঃ

নেত্রকোণা পৌর শহরের সাতপাই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী খান খসরু, এমপি’র সহধর্মিণী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।
ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত কামরুন্নেছা আশরাফ দীনা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১ম জানাজা ঢাকায় হওয়ার পর কামরুন্নেছা আশরাফ দীনা’র মরদেহ নেত্রকোণার মোক্তারপাড়ায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
আরো শ্রদ্ধা জানান,আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, সংসদ সদস্য ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সংসদ সদস্য
মানু মজুমদার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.গোলাম কবীর,জে লা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফি আহমেদ , জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২ জুন) বিকেল ৬ ঘটিকায় নেত্রকোণার ২য় জানাজা শেষে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহরের সাতপাই পৌর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১জুন) দিবাগত রাত ১০.২০মি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।তিনি স্বামী, আত্মীয় -স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *