বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধিঃ
রমজান মাসের ১৭ দিন পেড়িয়ে গেছে, আসছে ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারের বস্ত্রবিতানের ব্যবসা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব বস্ত্রবিতান ক্রেতাদের ভিড় জমতে থাকে। চাহিদামতো ক্রেতাদের আগমন ঘটায় বিক্রেতারাও খুশি।
ইতোমধ্যে কালিয়াকৈর বাজারে বাজারে ভিড় বাড়তে শুরু হয়েছে ক্রেতাদের। শুক্রবার (২৯ মার্চ) ছুটির দিন হওয়ায় কালিয়াকৈরের রজব আলী মার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।
সরেজমিন দেখা যায়, পরিবারের সদস্যসহ নিজের জন্য পোশাক কিনতে আগেভাগেই মার্কেটে এসেছেন অনেকে। রজব আলী মার্কেট ছাড়াও খবির উদ্দিন সুপার মার্কেট, একতা সুপার মার্কেট অন্যান্য মার্কেটেও প্রচণ্ড ভিড় দেখা যায়। বড় বিপনি-বিতান এবং মার্কেটের ভেতরের দোকান থেকে শুরু করে ফুটপাতে ঈদের কেনাকাটা করতে ভিড় করছেন ক্রেতারা।
রোজার শুরু থেকেই ক্রেতাদের উপস্থিতিতে এবারের বিক্রি নিয়েও সন্তুষ্ট ব্যবসায়ীরা। ক্রেতাদের এমন সমাগম দেখে ঈদে ভালো বিক্রির আশা দেখছেন বিক্রেতারা। বলছেন, রোজার অর্ধেক পেড়িয়ে যাওয়ায় আর ছুটির দিন হওয়ায় ক্রেতারা ভিড় করছেন সেই সঙ্গে বাড়ছে বিক্রিও।