সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
কলমেঃ ফরিদুল ইসলাম ফারুক খান
গরিবের তৃপ্তি কেবলই চোখে আর মনে
বড়লোকদের শান্তি জিহ্বা কলম আর গোপনে
আমলাদের সুখ পদবি ক্ষমতা আর মুখের কারণে
নেতাদের সমৃদ্ধি মেয়াদ আর জবরদখল অকারণে
শিল্পপতিদের উন্নতি দূর্নিতী আর বঞ্চিত আনমনে
মুন্সি দরবেশ ওলি পীর দোষী নিজ স্বভাবের গুণে।
গরীব অসহায় নিঃস্ব এতিমের যা ভালো লাগে
অদৃশ্য শক্তির বলে চলে যায় তা ধনীদের ভাগে
অশিক্ষিত হয় চরিত্রবান শিক্ষিতের আনন্দ ত্যাগে
ভালোবাসা গাঢ় হয় দূরে থাকলে আর অনুরাগে
কাঙালেরা বোঝে মানে ধনাঢ্যের শান্তি কেবলই ভোগে
ঐশ্বরিক দান অমৃত সুখ শান্তি মিলবে দীনহীনের আগে।
সম্পদশালী বড়লোক সুদ ঘুষ খোরদের লক্ষ টাকা দান
চ্যালেন্জ দিয়ে বলতে পারি দিনমজুরের এক টাকার সমান
সৃষ্টির শ্রেষ্ঠ তুমি কর্ম প্রকাশে নিকৃষ্ট মানুষের উপকার করে সাজতে চাও মহান
যে পৃথিবীর সমস্ত কিছুরই লালন পালন করে সে-ই তো মহীয়ান গড়িয়ান
তবে তুমি ই বল হে ক্ষণিকের পথিক কিসের এ-তো লোভ লালসা হিংসা দ্বিধা দ্বন্দ্ব অভিমান?
বলতে মানা নেই মানুষকে করে অপমান বঞ্চিত কোন মুখে বল আমি তুমি সে মসুলমান?
ফুলপুর উপজেলা, ময়মনসিংহ সদর