সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
মননশীল পছন্দ করা: ট্রেড ডাউন করা মানুষকে আর্থিক সাক্ষর হতে সাহায্য করে কোয়ালিটি আইটি ক্রিয়েশন আসছে ডিজাইনের নেতৃত্ব দিতে ঈদের দিন ঘনিয়ে আসায় মার্কেটে বেড়েছে ক্রেতার ভিড় কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং খুলনা আর্ট একাডেমির ২জন শিশু শিল্পী বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম দিনে ছবি একে (বিপিএমপিএ) থেকে পুরস্কৃত হয়েছেন। ঈশ্বরদীতে নূর আহমেদ স্বপন ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উপলক্ষে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের প্রস্তুতিমূলক ক্লাস গুনীজনরা পরিদর্শন করেন। ফুলপুরে বঙ্গবন্ধুর ১০৪. তম জন্মবার্ষিক পালিত।  ঈশ্বরদীতে প্রিমিয়ার ও বসুন্ধরা সিমেন্টের খুচরা বিক্রেতাদের নিয়ে বাজার উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

বগুড়ায় ইউপি সদস্য কর্তৃক হিসাব সহকারীকে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ / ২৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

 

বগুড়া( প্রতিনিধি)

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারীর  কাম-কম্পিউটার অপারেটর সমিতি শেরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দরা।
গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ইউপি সদস্য মমতাজ আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শেরপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব রণ কাম কম্পিউটার অপারেটর সমিতি শেরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দরা। এর আগে ভুক্তভোগী শাহাদত হোসেন ওই ইউপি সদস্য মমতাজ আলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউপি সচিব এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন দুলাল, শেরপুর উপজেলা কমিটির আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা ইউনিয়ন পরিষদ হিসাব কাম কম্পিউটার সমিতির সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা কমিটি নেতা জহির রায়হান, নুরুন্নবী, তোহা আহমেদ, ফয়সাল হাসান, বিশালপুর ইউপি সচিব নজরুল ইসলাম, খামারকান্দি ইউপি সচিব আব্দুস সালাম, মির্জাপুর ইউপি সচিব জিয়াউল হক প্রমুখ।
অভিযোগে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেন গত ১৩ সেপ্টেম্বর বুধবার অফিসের কাজ করছিল। এসময় একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মমতাজ আলী কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে জন্ম নিবন্ধন করে দিতে বলে। কিন্তু সার্ভার সমস্যা থাকায় ইউপি সদস্যের কাজ না করায় উত্তেজিত হয়ে শাহাদত হোসেনকে মারধর করে এবং অফিসের কাগজপত্র তছনচ করে। এ ঘটনায় ওই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেন বাদী হয়ে ওই রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য মমতাজ আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে এরপর ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *